‘মরে যাও’ স্বামীর মুখে এমন কথা শুনে নদীতে ঝাঁপ দিল তরুণী

রাউজানে স্বামীর সঙ্গে অভিমান করে রিমা আকতার (২৪) নামে এক গৃহবধূ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।

শনিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে হালদা নদীর মদুনাঘাট ব্রিজ থেকে ওই গৃহবধূ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে প্রায় এক হাজার ফুট দূরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম এলাকায় সাঁতার কেটে নদীর পাড়ে উঠেন ওই গৃহবধূ। এরপর স্থানীয় বাসিন্দা রেজাউল করিমের ঘরে আশ্রয় নেন তিনি।

রিমা আকতার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের রুপচাঁদ নগর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির আলী সারাং বাড়ির প্রবাসী ফোরকান উদ্দিনের স্ত্রী।

আরও পড়ুন: ‘হিডেন অ্যাপসে’ গোপন মুহূর্তের ছবিতে স্ত্রীকে ব্ল্যাকমেইল স্বামীর

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে ৫ বছরের এক মেয়ে ও ২ বছর বয়সী এক ছেলে রয়েছে।

রিমা আকতার জানান, শুক্রবার (৫ আগস্ট) রাতে স্বামী ফোন করে মরে যেতে বলেন। এই কথা শুনে তিনি অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন।

এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণায় মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। বর্তমানে গৃহবধূ আমাদের হেফাজতে রয়েছেন। তার পরিবার এলে হস্তান্তর করা হবে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!