মধ্যরাতে মাটি কেটে লাখ টাকার দণ্ড

আনোয়ারায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় মো. জিয়াউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দ কুচাইয়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আব্দুল্লাহ আল মুমিন।

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় ফসলি জমির মাটি কেটে ধরা খেল ইউপি সদস্য

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আব্দুল্লাহ আল মুমিন বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটিকাটায় বালুমহল ও মাটি ব্যাস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!