মধ্যরাতের আগুনে পুড়ল হরিনা বাজারের ৩০ দোকানঘর

রাঙামাটির বরকল উপজেলার ভারত সীমান্তবর্তী ছোট হরিনা বাজারে ভয়াবহ আগুনে অন্তত ৩০টি দোকান ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৩০ মে) দিবাগত মধ্যরাতে একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভয়াবহ এই আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা ।

স্থানীয়রা জানায়, বাজারটির অবস্থান দুর্গম পাহাড়ি এলাকায়। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এছাড়া আশপাশে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় আগুনের লেলিহান শিখা থেকে কিছুই রক্ষা করা যায়নি। সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী মান্নান জানান, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এছাড়া  দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আশেপাশের ঘরবাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আগুন জ্বলতে থাকে। আগুন নেভাতে হিমশিম খেতে হয় এলাকার মানুষকে।

আলমগীর/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!