‘মদ ছিটানো’—ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখিয়ে প্রশংসায় ভাসছেন কামিন্স

ক্রিকেটে সিরিজ জয়ের পর মদ ছিটিয়ে উদযাপন নতুন কিছু নয়। তবে এবার ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখিয়ে একটু ব্যতিক্রমই করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেট কামিন্স।

রোববার (১৬ জানুয়ারি) অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে মাত্র ৫৬ রানের ব্যবধানে ১০ উইকেট তুলে নিয়ে ১৪৫ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া। সে সুবাদে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজও ৪-০ ব্যবধানে জিতে নিজেদের করে রেখেছে অজিরা। এমন সাফল্যের পর বাঁধভাঙা উদযাপনতো স্বাভাবিক।

আরও পড়ুন : মদ নিয়ে মতভেদ—পাথরঘাটায় মাতাল ছেলে খুন করল বাবাকে

দলনেতা কামিন্স শিরোপা হাতে তুলে নিলে বাকি খেলোয়াড়দের সঙ্গে দুজন শ্যাম্পেইন হাতে নিয়ে প্রস্তুত থাকেন উদযাপন করতে। তা দেখে উসমান খাজা সরে দাঁড়ান। এটি চোখ এড়ায়নি কামিন্সের। তিনি শ্যাম্পেইন খুলতে নিষেধ করেন। এরপর খাজাকে ডেকে নিয়ে শিরোপা হাতে উদযাপন করেন। সঙ্গে ছবিও তোলেন। খাজা নেমে গেলে বাকি সতীর্থরা শ্যাম্পেইন খুলে উদযাপন শুরু করেন।

ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখিয়ে সতীর্থ খাজার প্রতি এই আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন কামিন্স।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!