‘ভয়’—চট্টগ্রামে করোনা রোগী বাড়ছেই, মৃত্যুও

ভারতীয় ভ্যারিয়েন্টে কাঁপছে দেশ। এই আতঙ্কের মাঝেই চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা রোগী। একইসঙ্গে হঠাৎ বেড়ে গেছে মৃত্যুও।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২৩৬ জন। এর আগের তিনদিন আক্রান্ত হয়েছিলেন যথাক্রমে— ১৩৬ জন, ১৯০ জন ও ২২৬ জন।

এদিকে করোনায় মৃত্যুর মিছিলও শুধু বাড়ছেই। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ করোনা রোগী। এর আগের দিন করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৯টি ল্যাবে করোনার ১ হাজার ৭১ নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৯১ নমুনা পরীক্ষায় ৭৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭ নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৩ নমুনা পরীক্ষায় ৬৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৪টি নমুনা পরীক্ষায় ৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ নমুনা পরীক্ষায় ৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭২ নমুনা পরীক্ষায় ১৪ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৪ নমুনা পরীক্ষায় ২৫ জন করোনা পজিটিভ হন।

এদিন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭ নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাব, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাব ও এপিক হেলথ কেয়ার ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে ১৪৫ জন নগরের এবং ৯১ জন উপজেলার।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!