‘ভয়’—আনোয়ারায় বাড়ছে করোনা রোগী

আনোয়ারা উপজেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবারের (২৪ জুন) রিপোর্টে ১৮ জনের শরীরে পাওয়া গেছে করোনার জীবাণু।

এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

বুধবার ৩৭ জনের নমুনায় বৃহস্পতিবার ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। বৃহস্পতিবার নতুন করে নমুনা নেওয়া হয়নি। সব মিলিয়ে উপজেলায় এ পর্যন্ত করোনা পজেটিভের সংখ্যা ৫৭৫।

এদিকে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাট-বাজারে জনগণের মধ্যে সচেতনতা দেখা যায়নি। এতে আগামীতে সংক্রমণ বিপজ্জনক আকার ধারণ করতে পারে বলে মন্তব্য করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট প্রদীপ দাশ বলেন, উপজেলা ছাড়াও আশপাশের লোকজন, কাফকো ও সিইউএফএলে কর্মরতরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নমুনা দেন। এ পর্যন্ত উপজেলায় ৫৭৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। অধিকাংশ রোগী সুস্থ হয়েছেন। তবে নতুন করে আবারো শনাক্তের হার বাড়তে শুরু করেছে।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!