ঘাটে ছিল ডিঙি নৌকা, ভেতরে ছিল বস্তাভরা বিয়ার

নগরে ৫০০ ক্যান বিয়ারসহ একটি ডিঙি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এসময় জড়িত কাউকে আটক করা যায়নি।

সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৫টার দিকে পতঙ্গো সমুদ্রসৈকত সংলগ্ন চরপাড়া ঘাট এলাকা থেকে বিয়ারগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কক্সবাজার থেকে ফেনসিডিল—বিয়ার আনছিল ২ যুবক, পটিয়ায় ধরল র‌্যাব

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার কর্মকর্তা লেফটনেন্টে কমান্ডার (এবিন) আব্দুর রহমান বলেন, ভোরে মাদক পাচারের খবরে পরিচালিত অভিযানে চরপাড়া ঘাটে একটি ডিঙি নৌকার আশপাশে কয়েকজন ব্যক্তির উপস্থিতি দেখা যায়। কোস্টগার্ডের টহল বোট নৌকাটির কাছে গেলে ওই ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে ওই নৌকা তল্লাশি করলে পাঁচটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা থেকে ৫০০ ক্যান বিয়ার জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা বিয়ার ও নৌকা পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!