ভালোবাসা দিবস পেরিয়ে গেলেও ফিরল না লাভলী, কাঁদছে দুই অবুঝ শিশু

ভালোবাসা দিবসের দিনেই শীতে আগুন পোহাতে গিয়ে পুড়েছিল গৃহবধূ লাভলী বড়ুয়া (২৭)। ভালোবাসা দিবস পেরিয়ে গেলেও আর ঘরে ফিরতে পারেনি দুই অবুঝ সন্তানের এই মা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাভলী। তিনি রাউজান উপজেলার উরকিচর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন গ্রামের বিপ্লব বড়ুয়ার স্ত্রী।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে ভালোবাসার গলিতে প্রেমিক—প্রেমিকা নয়, পাওয়া গেল চোর!

জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়ার সুখবিলাশ দশ মাইল গ্রামে বাপের বাড়ি বেড়াতে যান লাভলী। সেখানে শীতের সন্ধ্যায় আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত দগ্ধ হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পাঁচদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে শনিবার রাতে তার মৃত্যু হয়।

ঐশী বড়ুয়া (৪) ও প্রেয়শী বড়ুয়া নামে লাভলীর দুই সন্তান রয়েছে। এর মধ্যে প্রেয়শীর জন্ম হয়েছিল মাত্র এক মাস আগে। স্থানীয় ইউপি সদস্য বিমল বড়ুয়া জানান, মাকে হারিয়ে অবুঝ দুই শিশু সন্তান শুধু কান্না করছে। রোববার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!