ভারতের ২০০ টন অক্সিজেন নিয়ে বাংলাদেশের পথে অক্সিজেন এক্সপ্রেস

ভারতের ২০০ টন অক্সিজেন আসছে বাংলাদেশে। ১০টি কনটেইনারে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস শনিবার (২৪ জুলাই) বাংলাদেশের উদ্দেশে যাত্রা করছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের তথ্য অধিদপ্তর।

ভারতে ২০২১ সালের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন সেবা চালু হয়। তবে এবারই প্রথম দেশের বাইরে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এর আগে ভারতের অভ্যন্তরে এমন ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।

টাটা দক্ষিণ–পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে দুইশ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত বাড়াবে।

শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে দুইশ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়। এই অক্সিজেন বাংলাদেশে এলে দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।

আলোকিত বাংলাদেশ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!