ব্র্যাক ব্যাংকের ভল্ট থেকে গায়েব ১২ লাখ টাকা, ক্যাশিয়ারকে ধরল পুলিশ

বাঁশখালীতে ব্র্যাক ব্যাংকের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশিয়ার মো. হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) বেলা ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হারুনুর রশিদ চন্দনাইশ উপজেলার হাশিমপুর গ্রামের মোয়াজ্জিন বাড়ির আব্দুল মজিদের ছেলে। তিনি ব্যাংকের ভল্ট ও ক্যাশ কাউন্টারের মূল চাবির দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

এর আগে ব্র্যাক ব্যাংক সদর মিয়া বাজার ব্রাঞ্চ ইনচার্জ মো. শহিদুল ইসলাম বাদী হয়ে ক্যাশিয়ার হারুনুর রশিদের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন।

আরও পড়ুন: ব্যাংকের ভুয়া স্লিপে ন্যামস মটরসের আড়াই কোটি টাকা মেরে দিল পটিয়ার ছেলে

এ বিষয়ে জানতে চাইলে ব্রাঞ্চ ইনচার্জ মো. শহীদুল ইসলাম বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে ব্যাংকের ভল্ট খুলে টাকার হিসাব না মিলার কারণে ক্যাশিয়ার হারুনুর রশিদকে জিজ্ঞাসা করা হয়। তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

যোগাযোগ করা হলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, ব্র্যাক ব্যাংকের অভিযোগটি দুদকের তফশীলভুক্ত। ক্যাশিয়ার হারুনুর রশিদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালকের কাছে পাঠানো হয়েছে। মামলাটি দুদক তদন্ত করবে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!