স্মৃতিকথার মোড়ক উন্মোচনে বোয়ালখালী প্রেস ক্লাবে আয়োজন

বোয়াখালীতে ‘স্মৃতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বোয়ালখালী প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর।

অনুষ্ঠানে পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, গ্রন্থ লেখা ও প্রকাশ অত্যন্ত দুরহ একটি বিষয়। আল্লাহর রহমতে গ্রন্থের লেখক মু. শফিউল আলম সিনিয়র তা পেরেছেন। তাঁর রচিত গ্রন্থটি পাঠ করে বর্তমান প্রজন্ম অনেক কিছু জানতে ও শিখতে পারবে বলে আশা রাখি।

আরও পড়ুন: সমবায় দিবস౼বোয়ালখালীর ১৫ সংগঠন পেল সম্মাননা

গ্রন্থের লেখক মু. শফিউল আলম সিনিয়র বলেন, বইটিতে হযরত শাহ্সুফি মৌলানা আবুল খায়ের নক্সবন্দি (রহ.) ও এম কে ঈছা আহমেদ নক্সবন্দির (রহ.) সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। গ্রন্থে তাঁদের মুখ নিঃসৃত গল্প, স্মৃতি, আদেশ-নিষেধ সন্নিবদ্ধ করা হয়েছে।

প্রকাশনা সংস্থা সূফি ঈছা পাঠাগার থেকে প্রকাশিত স্মৃতিকথা গ্রন্থের মুখবন্ধ লিখেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক সৈয়দ ইরফানুল বারী।

বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল ফজল বাবুল, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু ও মু. মহিউদ্দীন।

মাসুদ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!