বোয়ালখালীতে জমির খাজনা দিতে আসা যুবককে পাঠানো হলে জেলে

বোয়ালখালীতে জাল খতিয়ানে জমির খাজনা পরিশোধের অপরাধে বাবলা কুমার পাল (৪৭) নামের এক যুবককে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা ভূমি অফিসে ভ্রামমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. আলাউদ্দিন।

আরও পড়ুন: পুলিশের ‘কাণ্ড’—বোয়ালখালীতে ৬০ লিটার মদ দিয়ে ‘ফাঁসাল’ অসহায়কে

ভূমি অফিস সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত বাবলা কুমার পাল জাল খতিয়ান দেখিয়ে জমির খাজনা পরিশোধ করে রশিদ নেওয়ার চেষ্টা করেন। এসময় তার খতিয়ানটি যাচাই-বাছাই করে জাল হিসেবে শনাক্ত করা হয়। এরপর বাবলাকে আটক করলে তিনি অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত তাকে এক সপ্তাহের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়ে দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, বাবলা কুমার পাল অসত্য তথ্য প্রদান করে খাজনার রশিদ সংগ্রহের চেষ্টা করেছিলেন। তার খতিয়ানটি জাল প্রমাণিত হওয়ায় তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসকেএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!