চট্টগ্রামে ‘বৃষ্টির পানিতে’—ভেসে যাওয়া লোকের খোঁজ মেলেনি ৮ ঘণ্টায়ও

নগরের মুরাদপুরে বৃষ্টির পানিতে নালায় ডুবে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি।

বুধবার (২৫ আগস্ট) সকাল ১০টায় হাসমত আলী শালকরের সামনে এ ঘটনা ঘটে।

মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে নগরের মুরাদপুরের রাস্তা ও নালা পানিতে ডুবে যায়। আর ডুবে যাওয়া নালায় পড়ে যান ওই ব্যক্তি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভারী বৃষ্টিতে পানিতে মুরাদপুর হাসমত আলী শালকরের সামনের নালাটিতে প্রবল স্রোতের সৃষ্টি হয়। এ সময় এক লোক ওই জায়গা দিয়ে যাওয়ার সময় নালায় পড়ে যায়। মুহূর্তেই স্রোতে ভেসে যান তিনি। অপর এক ব্যক্তি তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

আরও পড়ুন: বৃষ্টির পানিতে ডুবে ‘অটোরিকশা’ পড়ল খালের ১৫ ফুট নিচে, নিহত ২

সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাননি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. আবদুস সবুর বলেন, আমরা ঘটনাস্থলে এসে পানিতে নিখোঁজ লোকটির সন্ধানে চেষ্টা চালাচ্ছি। তবে এখনো খোঁজ পাওয়া যায়নি।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!