প্রদীপ জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ করল সেক্টর কমান্ডার্স ফোরাম

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরাম সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে স্মরণানুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলন করেছে। তাদের এবারের স্লোগান ছিল ‘মুক্তিযুদ্ধের চেতনার প্রদীপ্ত শিখায় দূরীভূত হোক সকল অন্ধকার’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, একাত্তর সালে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা গত পঞ্চাশ বছরেও স্বাধীনতাকে মেনে নেয়নি। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসেও জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারাই বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন : স্বাধীনতাবিরোধীদের স্থাপনার নাম অপসারণের দাবি—জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে সেক্টর কমান্ডারস ফোরাম

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, আইন করে স্বাধীনতাবিরোধীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস হতে পারে না।

কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, চবি শিক্ষক ড. ওমর ফারুক রাসেল, সংগঠনের জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মো. সেলিম চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, সুজিত দাশ, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ শাকু, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, জসীম উদ্দিন, নুরুল হুদা চৌধুরী, মনোয়ার জাহান মনি, পংকজ রায়, ডা. ফজলুল হক সিদ্দিকী, মঈনুল আলম খান, নাজিম উদ্দিন, ডা. চন্দন দত্ত, মো. কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, মোজাম্মেল মানিক, রাজীব চন্দ, মুস্তাফিজুর রহমান বিপ্লব, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, ফারজানা আকতার মিলা, মো. হোসেন সাদ্দাম, সোহেল ইকবাল, ইসমে আজিম আসিফ, শীলা চৌধুরী, ডা. শওকত ইমরান, আমান উল্লাহ মানিক, নয়ন মজুমদার, ইঞ্জিনিয়ার আঁচল চক্রবর্তী, সাইফুল ইসলাম, হোসেন শরীফ, ডা. কাকলী তালুকদার, নজরুল ইসলাম ও শহিদুল ইসলাম।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!