বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা

বিজয়ের সূবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়েছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগর। এ উপলক্ষে শনিবার (২৫ ডিসেম্বর) এনায়েত বাজারের সংগঠনের মূল কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন রনির সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাইদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য কেবিএম শাহজাহান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদেক হোসেন চৌধুরী পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জসিম উদ্দিন, মানোয়ার জাহান মনি, সাদন দাশ, পংকজ রায়, এনামুল হক, আব্দুল মতিন, গিয়াসউদ্দিন রিফাত, সাইফুদ্দিন সাইফু ও মনছুর আলম রনি, আমিনুল ইসলাম।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিএমপির নানা আয়োজন

আলোচনা অনুষ্ঠান শেষে চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেনককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামালখান ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ ইমু।

উপস্থিত ছিলেন জামালখান ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি জাহিদুল ইসলাম মঞ্জু, জামালখান ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন, যুবলীগ নেতা পার্থ বনিক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মাহমুদ ইমন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শারমিন নিশু, সহপ্রচার সম্পাদক পারভিন আক্তার মুন্নি, ইসমে আজম আসিফ ও রবিউল ইসলাম তুহিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!