বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিএমপির নানা আয়োজন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ নিয়ে সিএমপির পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস সেডে আয়োজন করা হয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতিভোজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ।

আরও পড়ুন: আমার নিষ্ঠার কাছে সব বাধা হার মেনেছে౼বীর মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা

বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার

অনুষ্ঠানে ৩৭টি বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর।

এর আগে সিএমপির ১৬ থানা এলাকার ২০১ জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার কাছে উপহার সামগ্রী পাঠান পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

পুলিশ কমিশনারের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে এসব উপহারসামগ্রী পৌঁছে দেন ১৬ থানার অফিসার ইনচার্জরা (ওসি)।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!