বিদেশ যেতে পারবেন হুইপ সামশুল হক চৌধুরী, দুদকের বিরুদ্ধে রুল

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বিদেশ যেতে পারবেন না বলে যে আদেশ দেওয়া হয়েছিল তা স্থগিত হয়েছে। একইসঙ্গে তাঁর ওপর নিষেধাজ্ঞার আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন: পটিয়ার এমন কোনো জনপথ নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি : হুইপ সামশুল হক চৌধুরী

বিষয়টি আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেন সামশুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। আবেদনের পক্ষে হাইকোর্টে শুনানিও করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হারুনর রশিদ।

এদিকে এই স্থগিতাদেশের কারণে বিদেশ যেতে আর কোনো বাধা নেই চট্টগ্রাম আবাহনী ক্লাবের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনকারী হুইপ সামশুল হক চৌধুরীর। অপরদিকে রুবেল জবাব দিতে হবে দুদককে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!