বিজিপির গুলি—এক জেলে ফিরলেও অন্যজন নিখোঁজ

নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমার জলসীমায় এ ঘটনা ঘটে।

এতে মো. ইলিয়াস (৪০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। তবে গুরা নামের আরেক জেলে ফিরে এসেছেন। তিনি একই এলাকার মতিউর রহমানের ছেলে।

আরও পড়ুন : ‘সুখবর’—জেলেদের মাছ শিকারে বাধা কাটল সীতাকুণ্ডে

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার।

নিখোঁজ জেলে ইলিয়াসের ভাই শামসুল আলম বলেন, বুধবার তারা দুজন মাছ শিকারে গিয়েছিল। সকালে খবর পাই তাদের ওপর গুলিবর্ষণ করেছে বিজিপি। আমাদের ধারণা, বিজিপির গুলিতে আমার ভাই নিহত হয়েছে, আর মরদেহটি রেখে দিয়েছে তারা। এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়নের সহযোগিতা চেয়েছি আমরা।

লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার বলেন, বুধবার রাতের আঁধারে তারা নাফ নদীতে মাছ ধরতে যায়। এ সময় ভুল করে মিয়ানমার জলসীমায় চলে গেলে বিজিপি তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে এক জেলে ফিরে আসতে পারলেও অপরজন নিখোঁজ হন। এ ব্যাপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!