বিএম ডিপো বিস্ফোরণে নিখোঁজ হাসেমের পরিবারের পাশে ৯৫—৯৭ ফাউন্ডেশন, দিল ৫ লাখ টাকা

মানবিক কাজে সবসময় অগ্রে থাকে এসএসসি ৯৫—এইচএসসি ৯৭ ফাউন্ডেশন। এবার সংগঠনটি পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ৯৫ ব্যাচের আবুল হাসেমের পরিবারের পাশে। অসহায় এই পরিবারটির হাতে তারা তুলে দিয়েছে ৫ লাখ টাকা।

এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে শুক্রবার (১ জুলাই) দুপুর ৩টায় কুমিরা অরবিট ডায়াগনস্টিক সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. রবিউল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান মো. মোরশেদ হোসেন চৌধুরী। তিনি নিখোঁজ গাড়ি চালক মো. আবুল হাসেমের পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন।

মো. বখতিয়ার উদ্দিন ও মুরাদ সুজনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানভির সাঈদ বাপ্পী, মো. আলী, যাওয়াদ পলাশ, মোস্তফা কামাল, সুজন, রিয়াদ, মুরাদ চৌধুরী, মুকুল, সর্দার ফয়সাল, কাজী মো. সাইফুদ্দীন সুমন, সাঈদুল আজম, মো. সালাউদ্দিন, আলমগীর, আমিনুল ইসলাম মুকুল, আমিনুল ইসলাম সুজন, সুমন দাশ, সালাউদ্দিন সুমন ও রাশেদ রহমান।

উল্লেখ্য, নিখোঁজ গাড়ি চালক আবুল হাসেমের ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

সালাউদ্দিন/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!