বাড়িতে হাজার হাজার লিটার সয়াবিন তেল লুকিয়ে রেখেছিলেন ফটিকছড়ির ব্যবসায়ী

ফটিকছড়িতে এক ব্যবসায়ীর বাড়িতে মিলেছে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল। শনিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে কার্টনভর্তি তেল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘরের ভেতর লুকিয়ে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: চন্দনাইশে শ্রমিক লীগের পথসভায় কেএম আজম খসরু

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে সংগ্রহে রাখা তেল আগামী ২৪ ঘন্টার মধ্যে খোলাবাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!