বাড়তি ভাড়ায়ও সড়কে জনস্রোত, ফায়দা লুটছে পুলিশও

সরকারের নিষেধাজ্ঞার পরও কোনোভাবেই থামছে না ঘরমুখো মানুষের ঢল। ঘরে ফেরার এ উন্মাদনার পূর্ণ ফায়দা লুটছে পরিবহন সংশ্লিষ্টরা। আইনরক্ষার দায়িত্বে থাকা কয়েকজন পুলিশও এ সুবর্ণ সুযোগকে কাজে লাগাচ্ছেন!

বৃহস্পতিবার (১৩ মে) সকালে নগরের নতুন ব্রিজ এলাকা এবং বুধবার (১২ মে) ভোরে চট্টগ্রামের অলংকার মোড়, একে খান ও কর্নেলহাট এলাকায় দেখা গেছে ঘরমুখো মানুষের ঢল।

অলংকার মোড়ে ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনেই বাস, মাইক্রো ও কারে উঠানো হচ্ছিল লোকজন। জনপ্রতি ঢাকা যাওয়ার ভাড়া নেওয়া হচ্ছিল দেড় হাজার থেকে ২ হাজার টাকা।

অভিন্ন চিত্র ছিল নগরের নতুন ব্রিজ এলাকায়ও। বাড়ি ফিরতে উন্মত্ত মানুষদের থেকে আদায় করা হচ্ছিল দ্বিগুণ-তিনগুণ ভাড়া।

এদিকে অলংকার মোড় থেকে সিটি গেইট গাড়িপ্রতি চাঁদা আদায় করতে দেখা গেছে ট্রাফিক কনস্টেবল ও তাদের দালাল বাহিনীকে।

অলংকার ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনেই টাকা নিচ্ছিলেন ফাঁড়ির কনস্টেবল দেলোয়ার (৪০)। বাসে যাত্রীবোঝাই সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই তাদের মানাতে পারবেন না, এটা যে নাড়ির টান।‘

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!