লোহাগাড়ায় দুইউনিয়নে অভিযান, বালু ফেলে পালাল পাচারকারীরা

লোহাগাড়ায় অভিযান চালিয়ে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিনও নিষ্ক্রিয় করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান।

আরও পড়ুন: লোহাগাড়ায় হাজার হাজার ঘনফুট বালু ফেলে পালাল ৩ পাচারকারী

জানা যায়, চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল- এমন সংবাদে অভিযান চালায় উপজেলা প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা গা ঢাকা দেয়।

এ বিষয়ে এসিল্যান্ড মো. শাহজাহান আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযানে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়‌। জব্দ করা বালুতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন নিষ্ক্রিয় করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

অভিযানে লোহাগাড়া থানা পুলিশ সহযোগিতা করেন।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!