‘সুখবর’—জেলেদের মাছ শিকারে বাধা কাটল সীতাকুণ্ডে

সীতাকুণ্ডে জিরি-সুবেদার শিপ ইর্য়াডকে খালের ৫০ ফুট জায়গা এবং সিকো শিপইয়ার্ডকে পুরাতন জাহাজটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে জেলেদের সাগরে মাছ শিকারে বাধা কেটে গেল।

শনিবার (৫ ফেব্রুয়ারি) এক জরুরি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম এ নির্দেশ দেন।

জানা গেছে, জিরি-সুবেদার শিপইয়ার্ডকে খালের ৫০ ফুট জায়গা এবং সিকো শিপইয়ার্ডকে খালের মুখে রাখা পুরাতন জাহাজ দ্রুত কেটে তা সরিয়ে নিতে বলা হলে তারা রাজি হন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ২০ লাখ টাকা ব্যয়ে প্রেস ক্লাবের গাইডওয়ালের নির্মাণকাজ শুরু

সভায় ভূমি সার্ভেয়ার, স্থানীয় তহসিলদার, শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন সভাপতি, জিরি-সুবেদার শিপইয়ার্ড, সিকো শিপইয়ার্ড এবং মৎস্যজীবিদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। ভবিষ্যতে কেউ খালের মুখ দখল, খালের মুখে জাহাজ বিচিং করলে তাদের নবায়ন বাতিল করা হবে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!