বাঁশখালী থেকে গরু চুরি করতে এসে লোহাগাড়ায় ধরা

বাঁশখালী থেকে গরু চুরি করতে এসে লোহাগাড়ায় ধরা পড়ল এক যুবক। পরে তাকে পুলিশে দেয় স্থানীয় জনতা।

১২ জানুয়ারি (বুধবার) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের উকিলেরপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক করিম উদ্দিন (২৮) বাঁশখালী উপজেলার জলদি ইউনিয়নের হারঘোনা এলাকার আলী ইসলামের ছেলে।

পরে পুলিশ তার স্বীকারোক্তি মতে চুরির সঙ্গে জড়িত কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান এলাকার আবুল খায়েরের ছেলে হারুনুর রশিদকে (২৪)আটক করে।

আরও পড়ুন: ‘চুরি পেশায়’—এক মায়ের ৩ ছেলে, ৫ বছরে ৪০০ চুরি

স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল জানান, বুধবার গভীর রাতে অজ্ঞাত কিছু যুবককে এলাকায় ঘুরতে দেখেন স্থানীয়রা। এসময় এলাকাবাসী ধাওয়া করে একজনকে ধরে। তবে বাকিরা পালিয়ে যায়। আটক যুবক করিম উদ্দিন গরু চুরি করতে এলাকায় আসার কথা আমাদের কাছে স্বীকার করেন। তার কাছ থেকে তালা ভাঙার সরঞ্জাম পাওয়া গেছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আটক যুবককে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন চোর আটকের খবর থানায় জানালে পুলিশ গিয়ে করিম উদ্দিন নামের এক যুবককে থানা হেফাজতে নিয়ে আসে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উত্তর কলাউজান আবুল খায়ের ছেলে হারুনুর রশিদকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!