বাঁশখালী এসি ল্যান্ডের অভিযান, দুটি বালুর ট্রাকসহ হাতেনাতে আটক ৩

বাঁশখালীতে অবৈধভাবে বালু তোলার দায়ে ৩ জনকে আটক করা হয়েছে। এসময় দুটি ট্রাক ও ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

বুধবার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার পুঁইছড়ি এলাকায় এ অভিযান সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।

বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, জঙ্গল পুঁইছড়ি মৌজার ছড়া থেকে কিছু অসাধু ব্যক্তি প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। এসময় জড়িত তিনজনকে আটক, দুটি বালুর ট্রাক ও ৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছি।

আরও পড়ুন: বালু তুলছে—সেতু কাঁপছে, যেকোনো সময় আহাজারি

তিনি আরও বলেন, যারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ ও তথ্য পেয়ে পরিবেশ অধিদপ্তরে তাদের তালিকা পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপপরিচালক মো. ফেরদৌস আনোয়ার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও এসআই আজীম উদ্দীন।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!