বাঁশখালীতে আ.লীগের ভোটারদের লাথি মেরে কেন্দ্র থেকে বের করে দিল বিদ্রোহী প্রার্থীর লোকজন

পুকুরিয়া ইউনিয়ন নির্বাচনে ভোটকেন্দ্রে নৌকার ভোটারের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের লোকজনের বিরুদ্ধে। সেইসঙ্গে নৌকা সমর্থকদের ওপর হুমকির অভিযোগ করেন ভোটাররা।

বুধবার (১৫ জুন) সকালে পুকুরিয়া ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিরা হলেন— মো. রমিজ উদ্দীন ও মো. ইলিয়াস।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা সুষ্টুভাবে ভোট দিতে এসেছিলাম। ভোট দেওয়া আমাদের অধিকার। কিন্তু এখানে হামলা হলে সাধারণ মানুষ ভোট দিতে অপারগ হবে। ভোট যদি দিতে দিবে না, বাড়ি বাড়ি গিয়ে ভোট খোঁজার প্রয়োজন ছিল না।

আরও পড়ুন: ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্বে এয়াকুব—নাঈমুল

এসব বিষয়ে জানতে হামলাকারীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলবে না বলে প্রতিবেদককে জান্ন।

আহত রমিজ উদ্দীন বলেন, সকালে আমরা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ চেয়ারম্যান প্রার্থী আকতারের ছোট ভাই আমাদের কিল, ঘুষি ও লাথি মারে।

অপর আহত ইলিয়াস বলেন, আমি ভোট দিতে কেন্দ্রের সামনে গেলে বিদ্রোহী প্রার্থীর ভাই আলতাফ আমাকে কোমরে লাথি মারে।

এর আগে গত সোমবার নৌকার পক্ষে প্রচারণা করায় মো. ইদ্রিস (৩০) নামে এক যুবককে দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তার পরিবার। তিনি বাশঁখালীর ১নং পুকুরিয়া ইউনিয়নের কুমারপাড়ার বাসিন্দা।

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!