বর্ষবরণের উচ্ছ্বাসে সুর মিলিয়েছে করোনাও

দীর্ঘ দুই বছর পর আবারও বাংলা বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে চট্টগ্রামবাসী। বর্ষবরণের এই উচ্ছ্বাসে সুর মিলিয়েছে করোনাও।

বছরের প্রথম দিনে সুখবর এসেছে করোনায়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোথাও পাওয়া যায়নি কোনো করোনা রোগী। এ সময়ে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারাও যাননি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ১১ ল্যাবে ৩২৮ নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: করোনা: দ্বিগুণ শনাক্তেও নির্ভীক চট্টগ্রাম

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ৯২ হাজার ৯৬ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩৮ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!