লামায় রাতের আঁধারে বন্য হাতির পালের সামনে একলা যুবক

লামায় বন্য হাতির আক্রমণে চিংথা থুই (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) রাত ১টায় ফাইতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাগানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চিংথা থুই একই এলাকার চিংমউর ছেলে ।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ১টার দিকে ফাইতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাগানপাড়া গ্রামে বন্য হাতির পাল আক্রমণ চালায়। এসময় চিংথা থুই হাতির আক্রমণের শিকার হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন : রাতের আঁধারে বন্য হাতি আছড়ে মারল কৃষককে

বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ক্যাম্পের আইসি মো. শামীম শেখ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য আজ (মঙ্গলবার) সকালে বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (৪ নভেম্বর) লামার আজিজনগর ইউনিয়নে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ পুরুষ ও নারীসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছিল । এছাড়া আজিজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সোহরাবপাড়া, মগ বাজার ও জামালপাড়া গ্রামে বন্য হাতি তাণ্ডব চালায়। এসময় দোকানপাট ও কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!