কাদামাটিতে আটকে বন্য হাতির কাকুতি, যেভাবে ফিরল বনে

রাঙ্গুনিয়ায় কাদামাটিতে আটকে উদ্ধারের জন্য কাকুতি জানানো বন্য হাতিটিকে অবশেষে বনে ফিরে গেছে।

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কোদালা চা বাগানের পাশে শিলক তলইভাংঙ্গা বিল থেকে হাতিটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাতের কোনো একসময় হাতিটি বিলের মাঝখানে যাওয়ার সময় কাদামাটিতে আটকা পড়ে। অনেকক্ষণ কাদামাটিতে আটকে থাকার কারণে হাতিটি দুর্বল হয়ে পড়ে।

আরও পড়ুন: ‘হাতির গ্রাম’ কর্ণফুলী—রাত হলেই রাজত্ব

এদিকে খবর পেয়ে সকাল আজ (শনিবার) সকাল সাড়ে আটটার দিকে বন বিভাগ রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তারা এসে হাতিটিকে উদ্ধার করেন। পরে হাতিটিকে চিকিৎসা শেষে বনে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ রাঙ্গুনিয়া রেঞ্জের ফরেস্টার মো. মাসুম কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে হাতিটিকে উদ্ধার করি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতিটিকে বনে ছেড়ে ছেড়ে দেওয়া হয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!