বন্দুকে সমস্যা—হঠাৎ গুলিতে এফোঁড়-ওফোঁড় বনকর্মীর গলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিজের বন্দুকের গুলিতেই মারা গেলেন আখতারুজ্জামান (৪০) নামের এক বনকর্মী।

বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়া ঘোনারেঞ্জের আওতাধীন ভাদিতলা রাঙাঝিরি পাইয়াহলা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চকরিয়ায় ভোরের বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

নিহত আখতারুজ্জামান যশোরের ইছাখালী গ্রামের বাসিন্দা এবং ভোমরিয়া ঘোনাবিটের এফজি পদে কর্মরত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঈদগাঁও থানা পুলিশ।

ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া জানান, নিহত আখতারুজ্জামান একজন সহকারীসহ বাগানে নিয়মিত টহলে যান। সেখানে তার বন্দুকে সমস্যা দেখা দিলে নিজেই মেরামতের চেষ্টা করেন৷ একপর্যায়ে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলায় লাগে। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: বন্দুকযুদ্ধের পর লাশের সঙ্গে উদ্ধার হলো ৭০ হাজার ইয়াবা

ভোমরিয়া ঘোনারেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

যোগাযোগ করা হলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!