বন্দরের ভাড়া বাসায় লুকিয়ে ছিল ৩ ছিনতাইকারী

নগরে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোবাইল ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় বন্দর থানা এলাকার মাইজপাড়া আলী পুকুর পাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. নয়ন (২৮), অনিক দাশ রাহুল (২০) ও মো. সাহেদ হোসেন সানি (৩০)।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আলোকিত চট্টগ্রামকে বলেন, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে ২ নম্বর মাইলের মাথা মহেশ কলোনির সামনে ছিনতাইকারীরা ছুরি মেরে ভিকটিম ইমরান হোসেন উজ্জ্বল ও তার সঙ্গী শহীদুলের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম ইমরান বাদী হয়ে থানায় অভিযোগ করলে শনিবার (২৫ মার্চ) রাতে জড়িত ছিনতাইচক্রের দুসদস্যকে মাইজপাড়া আলী পুকুর পাড়ের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মো. সাহেদ হোসেন সানিকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার নয়ন বন্দর থানার তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!