বনের মেছো বাঘ—লোকালয়ে, ফিরিয়ে দেওয়া হলো বনেই

হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় জনতার হাতে আটক একটি মেছোবাঘ উদ্ধার করে বনে অবমুক্ত করলেন বন কর্মকর্তারা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাঘটি অবমুক্ত করা হয়।

জানা গেছে, চারিয়া এলাকার ওমদা মিয়া সওদাগর বাড়ি এলাকায় একটি মেছোবাঘ দেখে স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে বন বিভাগ হাটহাজারী রেঞ্জ কর্মকর্তারা মেছোবাঘটিকে উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগ হাটহাজারী রেঞ্জের ফরেস্টার রেজাউল করিম ও মেহেদি হাসান।

আরও পড়ুন: ডুলাহাজারা সাফারি পার্ক—১৮ বছর পর হারিয়ে গেল সিংহরাজ

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ও স্টেশন অফিসার মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, চারিয়া এলাকায় স্থানীয়দের হাতে একটি মেছোবাঘ আটকের খবর পেয়ে বাঘটিকে উদ্ধার করা হয়। পরে সংরক্ষিত বনে সেটি অবমুক্ত করি।

সিএম/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!