এবারের ঈদে বদলে যাবে কক্সবাজার

পবিত্র রমজান শেষের পথে, দরজায় কড়া নাড়ছে খুশির ঈদুল ফিতর। করোনা মহামারির কারণে গত দুই ঈদে কক্সবাজারে পর্যটকের সমাগম তেমন হয়নি। তবে এবার বদলে যাচ্ছে সেই দৃশ্য।

এবার ঈদের ছুটিতে গড়ে ৫০ শতাংশেরও ববেশি অগ্রিম রুম বুকিং হয়ে গেছে কক্সবাজারের হোটেল-মোটেলের। এখনও বুকিং চেয়ে ফোন করছেন হাজারো পর্যটক।

ব্যবসায়ীরা বলছেন, গত দুবছরের করোনার মন্দা কাটিয়ে লাখো পর্যটককে স্বাগত জানাতে সব প্রস্তুতি শেষ করেছেন তারা।

আরও পড়ুন: গরমে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : আ জ ম নাছির

হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ জানান, এবার ঈদের ছুটিতে তাদের কারো ৮০ ভাগ, কারও ৫০ ভাগ রুম বুকিং হয়ে গেছে।

আর পর্যটন ব্যবসায়ীরা বলছেন, গেল দুই বছরের ক্ষতি এবার পুষিয়ে নিতে পারবেন তারা। গেল শীত মৌসুমে তাদের ব্যবসা বেশ ভালোই হয়েছে বলেও জানান তারা।

কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের নেতারা জানান, পর্যটকদের সর্বোচ্চ সুবিধা দিতে এবার আরো আন্তরিক হবেন তারা।

এদিকে নিরাপত্তা ও সেবার গুণগত মান বজায় রাখা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

ঈদকে ঘিরে টানা দুই সপ্তাহেরও বেশি দিন প্রতিদিন দুই লাখ করে পর্যটক অবস্থান করবে, বলছে কক্সবাজার পর্যটন করপোরেশন।

বলরাম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!