স্পর্শেই রঙ বদলাবে বিএমডব্লিউর গাড়ি, রৌদ্রোজ্জ্বল দিনে সাদা—শীতে ধূসর

নতুন এক গাড়ি উন্মোচন করেছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। এর বিশেষত্ব হলো- নির্দিষ্ট একটি বোতাম স্পর্শেই বদলে যাবে গাড়ির রঙ!

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বোতামের স্পর্শে চালক গাড়ির বাইরের শেড পরিবর্তন করতে পারবেন। এটি রঙটিকে কালো, সাদা কিংবা  হালকা এবং গাঢ় স্ট্রাইপের মধ্যে পরিবর্তন করে।

আরও পড়ুন : ছোট গাড়িতে বেশি মুনাফা দিবে ‘ইনট্রা’

বিএমডব্লিউর গবেষণা প্রকৌশলী স্টেলা ক্লার্ক জানান, ই-ইঙ্ক প্রযুক্তি ব্যবহার করে রঙের পরিবর্তন সত্যিই সাশ্রয়ী। মোবাইলের একটি অ্যাপ দিয়ে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে ই-ইঙ্ক ব্যবহার করে গাড়ির ছায়া বা নকশা তৈরি করা হয়।

ক্লার্ক আরও জানান, ভবিষ্যতে রঙ পরিবর্তন করতে গাড়ির ড্যাশবোর্ডে একটি বোতাম রাখা হবে অথবা হাতের ইশারা দিয়েও তা নিয়ন্ত্রণ করা যাবে। সূর্যের আলোর প্রতিফলনই মূলত এই রঙ পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করে থাকে। রৌদ্রোজ্জ্বল দিনে যেমন সূর্যালোক প্রতিফলিত করে গাড়ির রঙ সাদায় রূপান্তরিত করা যাবে, তেমনি শীতের দিনে তাপ শোষণের উপযোগী ধূসর রঙে পরিবর্তন করা যাবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!