বঙ্গবন্ধুর আদর্শ লালন করাদেরই ছাত্রলীগের নেতৃত্বে আনতে হবে : হুইপ সামশুল হক

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত রজনীতিক সংগঠন। এ সংগঠন কখনই বিপদগামীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে তাদেরকেই সংগঠনের নেতৃত্বে আনতে হবে।

তিনি বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। যেকারণে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে পটিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পটিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরাফাত শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ।

প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।

বক্তব্য রাখেন সহসভাপতি মোরশেদুল আলম অভি, রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়ব সোহেল ও ছাত্রী বিষয়ক সম্পাদক সাইমা ইসলাম।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!