ফেসবুকে প্রেম—হাতকড়ায় সমাপ্তি, প্রেমিকা সেজে যুবকের টাকা প্রতারকচক্রের পকেটে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় বছরখানেক আগে। এরপর সানজিদা আক্তারের সঙ্গে পরিচয় হয় কাইয়ুমের। ফেসবুকে নিয়মিত চ্যাট একসময় রূপ নেয় প্রেমে।

প্রেমিকার আহ্বানে সরাসরি দেখা করতে নগরের পাহাড়তলী নয়াবাজার পানির কল এলাকায় আসেন কাইয়ুম। তবে প্রেমিকাকে দেখার ইচ্ছেটাই কাল হয়ে দাঁড়ায়। প্রতারকচক্র তাঁর কাছ থেকে হাতিয়ে নেয় ৫৪ হাজার টাকা।

এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন কাইয়ুম। মামলার পর বেরিয়ে আসে থলের বিড়াল।

বুধবার (১৯ মে) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ‘প্রেমিকা’ সানজিদা এবং দুই সহকারী মুক্তার আহাম্মেদ (৩৫) ও মো. আলাউদ্দিনকে (২৪)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ফেসবুকে প্রেমের সূত্র ধরেই টাকা হাতিয়ে নিয়েছিল তরুণীসহ প্রতারকচক্রের ওই দুই সদস্য। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাই আজ (বৃহস্পতিবার) তাদের আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!