ফেরত দেওয়া হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিটের টাকা

ফেরত দেওয়া শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিটের টাকা। মহামারী করোনা সংক্রমণের কারণে বাতিল করা হয় যাত্রীবাহী ট্রেনের যাত্রা।

শুক্রবার (২৫ জুন) সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের। ৩০ জুন পর্যন্ত অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত যেসব যাত্রী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন তাদের ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে উল্লেখিত টাকা ফেরত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সোমবার (২১ জুন) ঢাকার পার্শ্ববর্তী সাত জেলা ‘লকডাউন’ দেওয়ার পর মঙ্গলবার (২২ জুন) ট্রেনের অগ্রিম টিকিটগ্রহীতাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!