সিটি করপোরেশনের অভিযানে ফিরিঙ্গীবাজার—বাকলিয়ার ফুটপাত মুক্ত

নগরের আন্দরকিল্লা ও মোমিন রোডের উভয়পাশে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৬ দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ আগস্ট) পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম চৌধুরী।

আরও পড়ুন:ফুটপাত দখল করে বাণিজ্যে ধরা খেল ৭ প্রতিষ্ঠান

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর এক অভিযান নগরের ফিরিঙ্গীবাজার ও বাকলিয়ার শাহ আমানত সেতু সড়কে চালানো হয়। এ সময় সড়কের উভয়পাশে ফুটপাত ও রাস্তা দখল করে লোহার মালামাল ও নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার দায়ে ৭ ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা হয়।

এসময় চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

নেজাম/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!