ফরাসি ওপেন: ৪০ বছর পর শিরোপার স্বাদ পেল চেক প্রজাতন্ত্র

৪০ বছর পর চেক প্রজাতন্ত্রকে আবারো ফরাসি ওপেন শিরোপার স্বাদ পাইয়ে দিলেন ক্রেজিকোভা।

১৯৮১ সালের চেক প্রজাতন্ত্রের হয়ে প্রথম কোনো নারী হিসেবে হানা মান্দলিকোভা ফরাসি ওপেনে শিরোপা জিতেছিলেন। শনিবার (১২ জুন) দ্বিতীয় নারী হিসেবে এ কীর্তি গড়েন ক্রেজিকোভা।

ওমেন্স সিঙ্গেলসের ফাইনালে ফ্রান্সের রোলাঁ গ্যারোঁয় ৬-১, ২-৬, ৬-৪ অ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে পরাজিত করেন টুর্নামেন্টের অবাছাই প্রতিযোগী ক্রেজিকোভা।

অথচ টুর্নামেন্টের আগে ২৫ বছরের এ চেক টেনিস তারকার র‌্যাঙ্কিং ছিল ৩৩। এলিনা সুইটোলিনা, কোকো গফ ও মারিয়া সাকারিদের হারিয়ে রোলাঁ গারোঁয় সবাইকে চমক দেন ক্রেজিকোভা। ফাইনালে প্রায় তিন ঘণ্টা প্রতিদ্বন্দ্বিতা করেন পাভলিউচেঙ্কোভার বিরুদ্ধে।

পাভলিউচেঙ্কোভা ৫২ বার চেষ্টা করে এই প্রথম কোনো বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেন। কিন্তু কুঁচকির চোটের কারণে সে ফাইনাল তিনি স্মরণীয় করতে পারেননি। রানারআপের ট্রফি আঁকড়ে ধরেই সন্তুষ্ট থাকতে হয়েছে রাশিয়ান এ টেনিস তারকাকে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!