ধান বাঁচাতে গিয়ে প্রাণ গেল হাতির

সাতকানিয়ায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) ভোরে সোনাকানিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হযরত আজগর আলী শাহ মাজার এলাকার মইত্তাতলী বিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুন: ফজরের নামাজ পড়তে গিয়ে হাতির সামনে মুয়াজ্জিন, ভেঙে দিল কোমর

স্থানীয়রা জানান, হাতির আক্রমণ থেকে ধান বাঁচাতে প্রতিবছর জমির চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘেরাও করে রাখা হয়। এছাড়া জমিতে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে এবং পটকা ফুটিয়ে বন্য হাতির আক্রমণ থেকে ধান রক্ষা করার ব্যবস্থা করা হয়।

সাতকানিয়া মাদার্শা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুঁড়ের নিচের অংশে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বন্য হাতিটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর হাতির মরদেহ পুঁতে ফেলা হবে। তদন্ত করে বিদ্যুতের ফাঁদ বসানো ব্যক্তিকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!