৭১—এ থেমে গেলেন প্যাসিফিক জিন্সের মালিক নাসির উদ্দিন

দেশের স্বনামধন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের স্বত্বাধিকারী আলহাজ নাসির উদ্দিন আর নেই। থাইল্যান্ডের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। রপ্তানিতে অবদান রাখায় প্যাসিফিক জিন্স একাধিকবার জাতীয় পুরস্কার অর্জন করে।

আরও পড়ুন: চলে গেলেন বাপ্পি লাহিড়িও, শোক কাটছেই না ভারতের সংগীতাঙ্গনের

মরহুমের পারিবারিক সূত্র জানায়, আগামী ২ মার্চ বুধবার সকালে থাইল্যান্ড থেকে বিমানযোগে মরহুমের লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। একইদিন সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম ইপিজেড প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

পরে বাদে জোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা ও বাদে আছর সীতাকুণ্ডের সলিমপুরের নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

মরহুম নাসির উদ্দিন সিআইপি সীতাকুণ্ডের সাবেক সাংসদ মরহুম আবুল কাসেম মাস্টারের ছোট ভাই।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!