পুলিশ খুন করা যুবকের যাবজ্জীবন

পুলিশের সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. ইদ্রিস মিয়া হত্যা মামলায় মো. জাকের হোসেন ওরফে জাকির হোসেন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

আরও পড়ুন : ৩ অভিযানে ৪ যুবক গ্রেপ্তার, আইসসহ ১২ কোটি টাকার মাদক উদ্ধার

সাজাপ্রাপ্ত জাকির হোসেন নোয়াখালী জেলার হাতিয়া থানার পণ্ডিত গ্রামের মৃত মোবাশ্বের আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, মো. ইদ্রিস মিয়া নোয়াখালী জেলা পুলিশে সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। ২০০৬ সালের ২৭ ডিসেম্বর তিনদিনের ছুটিতে চট্টগ্রামে আসেন। এ সময় অটোরিকশা নিয়ে গন্তব্যে যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। পরদিন ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে চান্দগাঁও সিঅ্যান্ডবি বিসিক এলাকার গাছতলা রোড থেকে ইদ্রিসের মরদেহ উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।

এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কে এম পেয়ার আহমেদ বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত জাকেরকে পুলিশ আটক করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় আদালতে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আরও পড়ুন: সহস্র ইয়াবা নিয়ে ধরা পড়া যুবকের ৫ বছরের সাজা

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশ হত্যা মামলায় জাকের নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আদালত আট জনের বিরুদ্ধে চার্জগঠন করলেও সাত জনকে খালাস দিয়েছেন। রায় পড়ার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!