পাহাড় থেকে ট্রাকভর্তি গর্জন কাঠ নিয়ে যাওয়ার সময় ধরা ৩ যুবক

পার্বত্যাঞ্চল থেকে পাচারের সময় ৫ লাখ টাকা মূল্যের চিরাই করা গর্জন কাঠভর্তি ট্রাক আটক করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে পাচারকাজে জড়িত তিন যুবককে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে র‌্যাব-৭ এর সহায়তায় পৌরসভার সামনের মহাসড়ক থেকে তাদের আটক করে বন বিভাগ হাটহাজারী রেঞ্জের কর্মকর্তারা।

আটকরা হলেন- ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার রিফাত হোসেন (২২), ভুজপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. শাহজাহান (২১) ও উত্তর ধুরংয়ের জানে আলমের ছেলে খোরশেদ (১৯)।

আরও পড়ুন: পাহাড় কেটে হাতেনাতে ধরা ইউপি মেম্বার

এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগ হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুর কাদের চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, পার্বত্য অঞ্চল থেকে চিরাই করা গর্জন কাঠভর্তি একটি ট্রাক (বরিশাল -০৫-০০২৯) শহরের দিকে আসছিল। গোপনে এ খবর পেয়ে র‌্যাব-৭ এর সহায়তায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের কাঠ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে ।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!