পাহাড়ি বালুসহ ট্রাক জব্দ, পালিয়ে গেছে চালক-হেলপার

মিরসরাইয়ে পাহাড় থেকে অবৈধভাবে উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ ২শ ফুট বালু জব্দ করেছে বন কর্মকর্তারা।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাম্পার স্টেশনের সামনে থেকে বালুভর্তি ট্রাকটি আটক করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি বুঝতে পেরে ট্রাকচালক ও সহযোগী পালিয়ে যায়।

আরও পড়ুন : ৩০ হাজার ঘনফুট বালু ফেলে পালিয়ে গেল হাঙ্গরখাল থেকে

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা জসীম উদ্দীন এলাহী ও স্টেশন কর্মকর্তা মো. ময়েন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

স্টেশন কর্মকর্তা মো. ময়েন উদ্দিন বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে কয়লাছড়া সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। পরে ডাম্পার স্টেশনের সামনে বালুভর্তি ট্রাক রেখে চালক ও সহযোগী পালিয়ে যায়। ট্রাক থেকে ৮০ হাজার টাকার মূল্যের ২০০ ফুট বালু জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!