পাসপোর্ট অফিসে আঙুলের ছাপে ধরা পড়ল ‘আরমান’ বাঙালি নয়

চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছে মো. আরমান (১৯) নামের এক রোহিঙ্গা তরুণ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারী আটক

পাসপোর্ট ও ভিসা অফিস সূত্রে জানা যায়, মো. আরমান সাত বছর বয়সে মা ও বোনের সঙ্গে ২০১৭ সালে মিয়ানমার থেকে কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন। সন্দীপ জেলার হরিশপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ড থেকে জম্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ে সে।

এ বিষয়ে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ জানান, আরমান পাসপোটের জন্য ২ নম্বর কাউন্টারে ইন্টারভিউ দিতে গেলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে আঙ্গুলের ছাপ পরীক্ষায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালের রেজিস্ট্রেশন করা সৈয়দ আলমের ছেলে মো. আরমানের আঙ্গুলের ছাপের সঙ্গে মিলে যায়। পরে তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!