‘নিষ্ঠুরতা’—হাসপাতালে লাশ পড়ে আছে, মাস্কের কথা বলে উধাও স্বজন

নগরের বায়েজিদ থানার মেরিন সিটি হাসপাতালে মাস্ক আনার কথা বলে এক নারীর (৩৫) লাশ ফেলে পালিয়ে গেছেন স্বজনরা।

বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্বজনরা পালিয়ে যাওয়ায় লাশের পরিচয় জানা যায়নি৷

হাসপাতাল সূত্রে জানা যায়, এক নারীকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসেন স্বজনরা। পরে মাস্ক আনার কথা বলে সবাই একে একে সটকে পড়েন। অনেক খোঁজ করেও স্বজনদের কাউকে পাওয়া যায়নি।

পরে বায়েজিদ থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বায়েজিদ থানার এসআই মো. খোরশেদ জানান, খবর পেয়ে মেরিন সিটি হাসপাতাল থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ থানা পুলিশ এক অজ্ঞাত নারীর লাশ নিয়ে আসে। পরে লাশটি মর্গে রাখা হয়। তবে এখন পর্যন্ত লাশ নিয়ে যেতে কেউ যোগাযোগ করেনি।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!