ধাওয়া করে ট্যাংকার ধরল কোস্টগার্ড, পাচারকারীরা পালালেও মিলল চোরাই তেল

নগরে একটি অয়েল ট্যাংকারসহ বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ৩০ ব্যারেল তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় চোরাকারবারিরা পালিয়ে যায়।

সোমবার (২৯ মে) দুপুরে পতেঙ্গার ১২ নম্বর ঘাট এলাকা থেকে ‘এমভি ওয়াটার পাওয়ার’ নামের ওয়েল ট্যাংকারটি জব্দ করা হয়।

আরও পড়ুন: ৩ চোরই জাহাজের তেল নিয়ন্ত্রক, নৌ পুলিশের ‘চোখ রাঙানিতেও’ থামেনি তেল চুরি

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, আজ (সোমবার) চট্টগ্রাম বন্দরের বহির্নোর থেকে একটি অয়েল ট্যাংকার চোরাই তেল নিয়ে কর্ণফুলী চ্যানেলে প্রবেশের খবরে সন্দেহভাজন একটি ওয়েল ট্যাংকারকে থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ট্যাংকারটি না থামিয়ে দ্রুত কর্ণফুলী নদীর চ্যানেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম থেকে একটি সেকশন মেটাল শার্কের মাধ্যমে পতেঙ্গার ১২ নম্বর ঘাট এলাকা থেকে এমভি ওয়াটার পাওয়ার নামক ওয়েল ট্যাংকারটি জব্দ করে। এসময় চোরাকারবারিরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে ওয়েল ট্যাংকারটি তল্লাশি করে ৩০ ব্যারেল তেল জব্দ করা হয়। এর মধ্যে সাত ব্যারেল ডিজেল ও ২৩ ব্যারেল কালো তেল। জব্দ করা ওয়েল ট্যাংকার ও চুরি করা তেল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!