সাগরিকায় গোয়েন্দা পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ডাকাত সর্দার

ফেনীর আন্তঃজেলা ডাকাত সর্দার শহিদুল ইসলাম প্রকাশ ডাকাত মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেপ্তার শহিদুল ইসলাম ফেনী জেলার সোনাগাজী থানার চর চান্দিয়া গ্রামের মৃত ফজল হকের ছেলে।

আরও পড়ুন: রাউজানে কিরিচ—ছুরি নিয়ে ধরা পড়ল ৫ ডাকাত

অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমান জানান, গোপন সংবাদে পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আন্তঃজেলা ডাকার দলের সর্দার শহিদুল ইসলাম প্রকাশ ডাকাত মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় এবং রেকর্ডপত্র অনুসন্ধানে বেরিয়ে আসে মাসুদের অপরাধের সাতকাহন।

মহানগর গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, ২০০৫ সাল থেকে শহিদুল ইসলাম সংঘবদ্ধ ডাকাতচক্রের সদস্য। তিনি চৌদ্দগ্রাম, সোনাগাজী, চরজব্বর, ফেনী সদর, দাগনভূঁইয়া থানাসহ বিভিন্ন জেলায় ডাকাতিসহ সম্পত্তি সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত আসামি।

তিনি আরও বলেন, ডাকাত শহিদুল ইসলামের বিরুদ্ধে চৌদ্দগ্রাম, দাগনভূঁইয়া, চৌদ্দগ্রাম, সোনাগাজী, চর জব্বর বিভিন্ন থানায় মামলাসহ ওয়ায়েন্ট রয়েছে। ফেনী জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!