‘পারলাম না ছেলেকে বাঁচাতে’

পাঁচ বছরের শিশু তামিম ইকবাল। নিজ ঘরে খেলা করছিল। হঠাৎ পাহাড় ধসে পরে তাঁর ঘরের উপর। মুহূর্তের মধ্যে দেয়ালের নিচে চাপা পরে এই কোমলমতি শিশুটি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সে বেঁচে নাই বলে জানায় চিকিৎসক।

বৃহস্পতিবার (২৭ মে) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবা রুবেল বলেন, ‘পারলাম না ছেলেকে বাঁচাতে। রাতে ঘরে খেলা করছিল। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই পাহাড় ধসে পড়ে। এ সময় মাটির নিচে চাপা পড়ে তামিম। তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত বলে জানায়।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, ‘কক্সবাজার শহরের বাহার ছড়া থেকে পাহাড় ধসে আহত এক শিশুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!