পাবজি—ফ্রি ফায়ারের পর ক্ষতিকারক অন্যান্য অ্যাপও বন্ধের প্রক্রিয়া শুরু

হাইাকোর্টের আদেশের পর ক্ষতিকারক ইন্টারনেট গেম পাবজি ও ফ্রি ফায়ারের লিঙ্ক বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। ‘ক্ষতিকর’ অন্যান্য অ্যাপ বন্ধের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র । তিনি বলেন, ক্ষতিকর’ অন্যান্য অ্যাপ বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে ১৬ আগস্ট পাবজি, ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

আরও পড়ুন: ‘বন্ধ হচ্ছে’ পাবজি-টিকটক-ফ্রি ফায়ার-লাইকি

এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত ২৪ জুন মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে এ রিট করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

রিটের বিবাদী করা হয় ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের।

আরও পড়ুন: একবার কলড্রপে ১ মিনিট ফেরত

এরও আগে ১৯ জুন অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেমসহ সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!